ইসলাম ইনসাইট

যুদ্ধবিরতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লেবাননে ইসরায়েলের ১৯৫ হামলা

লেবাননে ইসরায়েলের ১৯৫ হামলা, যুদ্ধবিরতিকে বৃদ্ধাঙ্গুলি
যুদ্ধবিরতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লেবাননে ইসরায়েলের ১৯৫ হামলা। ছবি : আনাদোলু

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে মঙ্গলবার ১২টি হামলা চালিয়েছে। গত ১৩ দিনে লেবাননে ইসরায়েলি হামলার মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯৫।

লেবাননের সরকারি বার্তা সংস্থার বরাতে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু জানায়, মঙ্গলবারের হামলাগুলো বৈরুত, বেন্ট জবাইল, মারজাইউন, সুর এবং কেসরোয়ান এলাকায় ঘটেছে। এসব হামলায় ড্রোন ও যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণ, কামানের গোলাবর্ষণ, গুলিবর্ষণ, ঘরবাড়ি ধ্বংস এবং ড্রোনের টহল চালানো হয়েছে।

মঙ্গলবারের হামলায় একজন আহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধবিরতিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ এবং আহতের সংখ্যা ২৯ এ পৌঁছেছে।

গত ২৭ নভেম্বর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও তা ভঙ্গুর অবস্থায় রয়েছে। এর আগে ৮ অক্টোবর শুরু হওয়া উত্তেজনা ২৩ সেপ্টেম্বর বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়।

যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, ইসরায়েলকে ৬০ দিনের মধ্যে দক্ষিণের নীল রেখার পেছনে সরে যেতে হবে। এ সময় সীমান্তে লেবাননের সেনাবাহিনী নিরাপত্তা নিশ্চিত করবে।

২৩ সেপ্টেম্বর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে ৪ হাজার ৫৪ জন নিহত এবং ১৬ হাজার ৬৫৪ জন আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১৪ লাখ মানুষ। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী ও শিশু।

উল্লেখ্য, ২ ডিসেম্বর প্রথমবারের মতো হিজবুল্লাহ যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি সেনাদের ওপর পাল্টা হামলা চালায়। তারা লেবাননের দখলকৃত কফর শোবার রোইসাত আল-আলামের ঘাঁটি লক্ষ্য করে রকেট ছোড়ে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রাখা এই সংঘাতের মধ্যে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore