লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনী শুক্রবার আরও পাঁচটি হামলা চালিয়েছে, যা ২৭ নভেম্বর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের সংখ্যা ২২০-তে নিয়ে গেছে। লেবাননের সরকারি সূত্রের বরাত দিয়ে তুরস্কের আনাদোলু সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
হামলাগুলো টায়ার ও সাইদা জেলায় চালানো হয়। এতে ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করা হয়। টায়ার জেলায় আল-শায়িতিয়া ও জাবাল আল-বাতম গ্রামের মধ্যে বোমা ফেলা হয়। সাইদার তেবনা ও আল-সুনাইবার এলাকায়ও হামলা হয়।
যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েলের ৬০ দিনের মধ্যে সীমান্তের পেছনে সরে যাওয়ার কথা থাকলেও তারা নিয়মিত চুক্তি লঙ্ঘন করছে। এরই মধ্যে ৪,০৬০ জন নিহত ও ১৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সূত্র: আনাদোলু