ইসলাম ইনসাইট

গাজায় ইসরায়েলি হামলায় শহিদ ৪৫ হাজার, আহত ১ লাখ ছাড়িয়েছে

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৫ হাজার, আহত ১ লাখ ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৫ হাজার, আহত ১ লাখ ছাড়িয়েছে। ছবি : আনাদোলু

গাজায় ইসরায়েলি হামলায় শহিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫,২৫৭। আহত হয়েছেন ১,০৭,৫৭৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের শনিবার প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকায় অন্তত তিনটি গণহত্যা চালিয়েছে। এতে ২১ জন শহিদ এবং ৬১ জন আহত হয়েছেন। এখনো বহু মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। আহত ও শহিদদের উদ্ধার করাও সম্ভব হচ্ছে না।

উদ্ধারকর্মী ও অ্যাম্বুলেন্স কর্মীরা জানিয়েছেন, টানা হামলা ও সরাসরি তাদের টার্গেট করায় নিরাপদে ঘটনাস্থলে পৌঁছানো যাচ্ছে না।

গাজার পরিস্থিতি এখন চরম মানবিক বিপর্যয়ের মুখে। এ পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। খাদ্য ও ওষুধের তীব্র সংকটের পাশাপাশি অনাহারে প্রাণ হারাচ্ছেন অনেক শিশু ও বৃদ্ধ ।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও তা থামাতে পারেনি এই আগ্রাসন।

গাজায় চলমান পরিস্থিতি শুধু গণহত্যা ও ধ্বংসযজ্ঞ নয়, এটি এক ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েলের এই আগ্রাসন বিশ্ব বিবেকের জন্য বড় এক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore