ইয়েমেনের হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত এসব হামলার কারণে তেল আবিবসহ আশপাশের লাখো মানুষ বারবার আশ্রয়কেন্দ্রে ছুটছে।
বুধবার ভোরে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সময় আশ্রয়ে যাওয়ার তাড়ায় ৯ জন আহত হন। এর আগের দিন একই কারণে আহত হয়েছিলেন ২০ জন।
হুথিরা নভেম্বর ২০২৩ থেকে ইসরায়েলের ভেতর এবং লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে নিয়মিত হামলা চালাচ্ছে। ইসরায়েল তিনবার ইয়েমেনে পাল্টা হামলা চালালেও হুথিদের আক্রমণ বন্ধ হয়নি।
সরকারি নির্দেশে নতুন করে ইয়েমেনে ইসরায়েলের চতুর্থ হামলার পরিকল্পনা চলছে। এ নিয়ে ক্ষুব্ধ নাগরিকরা সরকারের সমালোচনা করে বলছেন, ‘কেনো পরিস্থিতি এমন হলো যে ইয়েমেন থেকে প্রতিদিন আমাদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে?
সূত্র : আনাদোলো