হিজবুল্লাহর সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আজ ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন স্থানে ভারি অস্ত্রশস্ত্র নিয়ে বোমা হামলা চালিয়েছে। বিশেষ করে দক্ষিণ লেবাননের আল খিয়াম শহরে একাধিক বোমা হামলার ঘটনা ঘটেছে।
আজ ভোর থেকেই ইসরায়েলি বাহিনী বিভিন্ন বসতবাড়ি লক্ষ্য করে হামলা শুরু করে। আল খিয়াম শহরের দক্ষিণে সাহল আল মারি এলাকায় আর্টিলারি ব্যবহার করে বোমাবর্ষণ চালানো হয়। এর মাধ্যমে গত ২৭ নভেম্বর স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি স্পষ্টত লঙ্ঘন করা হয়েছে।
লেবানিজ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনী ইয়ারুন, তাইর হারফা, মেস আল জাবাল এবং কাফর কিলা এলাকায় লাগাতার হামলা চালিয়ে বসতবাড়ি ধ্বংস করেছে। আল খিয়াম ও আইতারুন এলাকাসহ অন্যান্য স্থানে রাস্তা অবরোধ করে রাখার ঘটনাও ঘটেছে। এছাড়া মাজদেল জোন এলাকায় ড্রোন হামলা এবং রাশায়া ও সাহল আল মারি এলাকায় আর্টিলারি ব্যবহার করে হামলা চালানো হয়েছে।
দক্ষিণ বৈরুতের আল আবইয়াদ এলাকায় একটি আবাসিক ইউনিট ধ্বংস করার ঘটনাও ঘটেছে।
সূত্র : আরটি অ্যারাবিক