সিরিয়ার বর্তমান উত্তাল পরিস্থিতিতে দেশটির রাজনৈতিক এবং নিরাপত্তাজনিত ঘটনাপ্রবাহ ঘিরে তৎপর রয়েছে ইরান। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সংশ্লিষ্ট পক্ষগুলোর পদক্ষেপ পর্যালোচনা করে সিরিয়ার ব্যাপারে নিজেদের অবস্থান নির্ধারণ করবে তেহরান।
বিবৃতিতে বলা হয়, ‘সিরিয়ার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জনগণের সিদ্ধান্ত গ্রহণের অধিকারকে সম্মান জানানো ইরানের নৈতিক দায়িত্ব। সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণের সম্পূর্ণ দায়িত্ব কেবল দেশটির জনগণের।’
ইরান দ্রুত সামরিক সংঘাত বন্ধ, সন্ত্রাসবিরোধী পদক্ষেপ গ্রহণ এবং সর্বস্তরের অংশগ্রহণে জাতীয় সংলাপ শুরুর ওপর গুরুত্বারোপ করেছে। তেহরানের মতে, এই প্রক্রিয়া একটি প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের পথ তৈরি করতে পারে।
জাতিসংঘের প্রস্তাব ২২৫৪ বাস্তবায়নে ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলা হয়েছে, ‘সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে জাতিসংঘের সঙ্গে আগের মতোই গঠনমূলক সহযোগিতা চালিয়ে যাবে ইরান।’
বিবৃতিতে আরো বলা হয়, সিরিয়ার পবিত্র ধর্মীয় স্থান এবং কূটনৈতিক স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ইরান-সিরিয়া সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করে বলা হয়েছে, যৌথ স্বার্থ ও আন্তর্জাতিক আইন মেনে এই সম্পর্ক অটুট রাখার প্রত্যাশা করছে তেহরান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাবে বলে জানিয়েছে ইরান। পাশাপাশি সিরিয়ার ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ভবিষ্যৎ কৌশল নির্ধারণের কথাও জানিয়েছে তারা।