দক্ষিণ লেবাননের মেরজাইউন জেলার দেবিন এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দুই লেবানিজ নাগরিক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় এ হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে সূত্র।
লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জরুরি জনস্বাস্থ্য কার্যক্রম কেন্দ্র জানিয়েছে, হামলায় দুই ব্যক্তি নিহত ও এক নারী আহত হয়েছেন।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ভোর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন করছে ইসরায়েল।