ইসলাম ইনসাইট

ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা দেয়া আর মূর্তিপূজায় সহায়তা করা এক জিনিস নয়

মূর্তিপূজা

আমরা জানি যে, ইসলামে মুসলিমপ্রধান দেশে বসবাসকারী অমুসলিমের নিরাপত্তা দেয়ার পাশাপাশি তাদের প্রতি সুন্দর, সদয় ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করার নির্দেশনা রয়েছে।

 

ইসলামের এই সুমহান নির্দেশনা মেনে চলার কারণেই আমরা দেখেছি যে, সাহাবা কিরামের আচরণে মুগ্ধ হয়ে বহু অমুসলিম ইসলামের ছায়ায় আশ্রয় গ্রহণ করেছিলেন।

 

ঠিক তেমনি আমরা এটাও জানি যে, মূর্তিপূজা এবং সকল ধরণের শিরক ও মুশরিকি কাজকে ইসলাম এই পৃথিবীর সবচেয়ে বড় জুলুম হিসেবে ঘোষণা করেছে।

 

এটি কোন মামুলী ব্যাপার নয়, মূর্তিপূজা ও শিরক মানে হল মহান আল্লাহ্‌ তায়ালার সৃষ্ট গোলাম হয়েও তাঁর একত্ববাদকে অস্বীকার করা। আমরা অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই –

কোন মুসলিম মূর্তিপূজাকে সহায়তা ও সমর্থন করা তো দূরে থাক, এটির আশেপাশে যাওয়ারও অধিকার রাখে না।

 

এ ব্যাপারে মহান আল্লাহ্‌ তায়ালা বলেন…

فَاجۡتَنِبُوا الرِّجۡسَ مِنَ الۡاَوۡثَانِ وَ اجۡتَنِبُوۡا قَوۡلَ الزُّوۡرِ

“তোমরা মূর্তিপূজার অপবিত্রতা থেকে বিরত থাকো এবং মিথ্যা কথা পরিহার করো।”(সূরা হাজ্জ, আয়াত নং ৩০)

 

অথচ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে, এদেশের কর্তাব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ও ইসলামি সংগঠনগুলো পর্যন্ত মূর্তিপূজায় সহায়তা ও সমর্থন করার প্রতিশ্রুতি ব্যক্ত করছে। কেবল নিজেদেরকে সস্তা অসাম্প্রদায়িক প্রমাণ করতে গিয়ে তারা অমুসলিমদের মাথায় তোলার অসম প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে।

 

এক্ষেত্রে বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টাকেও আমরা দেখলাম তিনি মূর্তিপূজায় সহায়তা ও সমর্থন করার প্রতিশ্রুতি ব্যক্ত করতে গিয়ে নিজেকে ধর্মান্ধ না বলেও উল্লেখ করেছেন। এর মানে হলো – উনি যা করেছেন সেটাকে যারা নিন্দা করবে, এক কথায় তারাই ধর্মান্ধ।

 

এই ব্যক্তিরা হয়তো ভাবছে যে, তাদের এসকল ভ্রান্ত ও সস্তা কর্মকাণ্ডে ভারতীয় হিন্দুত্ববাদী ও পশ্চিমা কুফফার মোড়লরা সন্তুষ্ট হয়ে যাবে এবং মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা থেকে বিরত থাকবে।

 

অথচ এ ব্যাপারে মহান আল্লাহ্‌ তায়ালা বলেন,

یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوۡا بِطَانَۃً مِّنۡ دُوۡنِكُمۡ لَا یَاۡلُوۡنَكُمۡ خَبَالًا  وَدُّوۡا مَا عَنِتُّمۡ  قَدۡ بَدَتِ الۡبَغۡضَآءُ مِنۡ اَفۡوَاهِهِمۡ  وَ مَا تُخۡفِیۡ صُدُوۡرُهُمۡ اَكۡبَرُ

“হে ইমানদারগণ! তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গরূপে গ্রহণ করো না, তারা তোমাদের অমঙ্গল সাধনে কোনো ত্রম্নটি করে না; তোমরা কষ্টে থাকো, তাতেই তাদের আনন্দ। শত্রম্নতাপ্রসূত বিদ্বেষ তাদের মুখ ফুটে বেরোয়। আর যা কিছু তাদের মনে লুকিয়ে রয়েছে, তা আরও অনেকগুণ বেশি জঘন্য।” (আলে ইমরান, আয়াত নং ১১৮)

 

পরিশেষে আমরা বলতে চাই, মূর্তিপূজাকে সহায়তা করতে চাওয়া এসকল ব্যক্তি হয়তো ভুলে গেছেন যে – আমরা মুসলিমরা একমাত্র এবং কেবলমাত্র আল্লাহ্‌ তায়ালার গোলামী ও ইবাদতে লিপ্ত থাকার ঘোষণা দিয়েই মুসলিম হয়েছি।

 

সুতরাং মূর্তিপূজাকে সহায়তা ও সমর্থন করতে গিয়ে আমরা নিজেদের ঈমানকে ধ্বংস করতে পারি না, পারি না নিজেদের বহুল প্রতীক্ষিত আখিরাতকে বরবাদ করতে।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore