ইসলাম ইনসাইট

মুসলিম উম্মাহর ঐক্য ও সুন্নাহর অনুসরণ

মুসলিম উম্মাহর ঐক্য

মুসলিম উম্মাহ পরস্পর ঐক্যবদ্ধ থাকা এবং নিজেদের একতা  রক্ষা করা ইসলামের একটি মৌলিক ফরজ। তেমনি সুন্নাহর অনুসরণ তথা আল্লাহর রাসূলের শরীয়ত এবং তাঁর উসওয়াহ তথা আদর্শকে সমর্পিত চিত্তে স্বীকার করা এবং বাস্তবজীবনে চর্চা করা তাওহীদ ও ঈমান বিল্লাহর পর ইসলামের সবচেয়ে বড় ফরজ।

 

সুতরাং, সুন্নাহর অনুসরণ যে দ্বীনের বিধান, উম্মাহর ঐক্য ও সংহতি রক্ষা এবং বিভেদ ও অনৈক্য থেকে বেঁচে থাকাও সেই দ্বীনেরই বিধান। এ কারণে এ দুইয়ের মাঝে বিরোধ ও সংঘাত হতে পারে না। সুতরাং একটির কারণে অপরটি ত্যাগ করারও প্রশ্ন আসে না।

 

কিন্তু এখন আমরা এই দুঃখজনক বাস্তবতার সম্মুখীন যে, উম্মাহর মাঝে বিবাদ-বিসংবাদ সৃষ্টি করা হচ্ছে। আমরা আজ নানা অগুরুত্বপূর্ণ বিষয়ে মতানৈক্য করছিই, অথচ রাসুলুল্লাহ (সাঃ) এর উম্মাহকে পৃথিবীর নানা প্রান্তে জবাই করা হচ্ছে, ফিলিস্তিন, আরাকান, কাশ্মীর, উইঘুর সব জায়গায় আজ আমরা নির্যাতিত, অথচ আমরা তারপরও উত্তম অনুত্তম বিষয়ে নিজেদের বিবাদ চালিয়ে যাচ্ছি।

 

এই অবস্থা প্রমাণ করে, আমাদের অনেকে সুন্নাহ অনুসরণের মর্ম ও তার সুন্নাহসম্মত পন্থা ও উপায় সম্পর্কে উদাসীন। তদ্রূপ মুসলিম উম্মাহর ঐক্যকে সঠিকভাবে উপলব্ধি এবং ঐক্যবিনাশী বিষয়গুলো চিহ্নিত করার ক্ষেত্রে ভ্রান্তি ও বিভ্রান্তির শিকার।

 

একারণে, মুসলিম উম্মাহর ঐক্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।

আল্লাহ তাআলা বলেন:

 

“[واعتصموا بحبل الله جميعًا ولا تفرقوا]”

 

“তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভেদ কোরো না।”

— সূরা আলে ইমরান, আয়াত ১০৩

 

আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাঁর পথে দৃঢ়তার সাথে চলার তৌফিক দান করুন এবং উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় অবদান রাখার সুযোগ দিন। আমীন।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore