ইসলাম ইনসাইট – ওয়ার এনালাইসিস
যুদ্ধের শুরুতে সন্ত্রাসী ইসরাইলের দুই লক্ষ্য ছিল: ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস ও সরকার পরিবর্তন। কিন্তু ফোর্ডো প্ল্যান্ট থেকে ইরান আগেই পারমাণবিক উপাদান ইউরেনিয়াম মজুত সরিয়ে ফেলায় তা ব্যর্থ হয়। যু বোমা দিয়ে কিছু স্থাপনায় হামলা করলেও সেগুলোর ক্ষয়ক্ষতি যাচাই অসম্ভব, কারণ ইরান বাইরের পর্যবেক্ষণ দিচ্ছে না।
সরকার পরিবর্তন তো দূরের কথা, ইসরাইলের হামলা উল্টো ইরানিদের ঐক্যবদ্ধ করেছে। বিপ্লবী গার্ড (IRGC) এর নেতাদের মৃত্যু ইরানের জনগণকে ঐক্যবদ্ধ করেছে। এভিন কারাগার, ও IRIB মিডিয়ায় হামলা জনগণের ক্ষোভ বৃদ্ধি করেছে।
সবচেয়ে বড় ধাক্কা এসেছে নিজ দেশে। ইরানের ক্ষেপণাস্ত্র বারবার সন্ত্রাসী ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে ব্যাপক হামলা চালায়। প্রচুর হতাহত, দারুণ ক্ষয়ক্ষতি ও অর্থনীতির অচলাবস্থা সন্ত্রাসী ইসরাইলকে বিপদে ফেলেছে।