ইসলাম ইনসাইট – মুসলিমদের বেদনাবিধুর ইতিহাস
১৯৯২ সালের ৩১শে মে বসনিয়া’র প্রিজেদর শহরে মুসলিমবিদ্বেষী সার্বিয়ান প্রশাসন বসনিয়ান মুসলিমদের ঘর থেকে বের হওয়ার সময় তাদের বাহুতে সাদা স্ট্রাইপ পরার নির্দেশ দেয়। মুসলিমদের সহজে চিহ্নিত করে সমূলে নির্মূল ও তাদের উপর নিপীড়ন চালাতেই এমন নির্দেশ দেয় সার্বিয়ান প্রশাসন।
এরপরই শুরু নৃশংস হত্যাযজ্ঞ। ৩১৭৬ জন বসনিয়ান মুসলিমকে একযোগে হত্যা করে সার্ব বাহিনী। শহীদ হওয়া মুসলিমদের মধ্যে ১০২ জন শিশু এবং ২৫৮ জন নারী ছিল। সার্ব বাহিনী কর্তৃক হত্যার শিকার হওয়া হাজার হাজার মুসলিমদের স্মরণে এই দিনে বসনিয়ানরা সাদা ফিতা পরিধান করেন।
আজো বিভিন্ন দেশের মুসলিমদেরকে একই কায়দায় নির্যাতন, শহীদ করছে কুফফাররা। প্রিয় মুসলিম ভাইরা, জেগে উঠুন নয়তো বসনিয়ার মুসলিমদের মতো আমাদেরও একই পরিণতি বরণ করতে হতে পারে।