ইসলাম ইনসাইট – মুসলিমদের বেদনাবিধুর ইতিহাস
আজ থেকে ১৬১ বছর আগে এই দিনে উত্তর ককেশাসের সাকাসিয়া অঞ্চলের মুসলিম জনগোষ্ঠীর উপর নেমে আসে এক অবর্ণনীয় নির্যাতন। সাম্রাজ্যবাদী রাশিয়া মুসলিমনিধনের অংশ হিসেবে সাকাসিয়া মুসলিম জনগোষ্ঠীর উপর ভয়াবহ গণহত্যা চালায়।
এতে প্রায় ৪০০,০০০-৫০০,০০০ জন মুসলিম শহীদ হয়। পরবর্তীতে ককেশাস থেকে ৩০ লাখ সার্কাসিয়ান মুসলিমকে জোড়পূর্বক নির্বাসিত করে রাশিয়া। এজন্য আজকের তারিখ সাকাসিয়ান গণহত্যা দিবস হিসেবে স্মরণীয় হয়ে আছে।
এখনো রাশিয়া বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম নিধনে প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ দিয়ে যাচ্ছে। এছাড়াও আমাদের দেশে মগসন্ত্রাসী ও হিন্দুত্ববাদীরা বড় ধরনের গণহত্যা চালানোর প্রস্তুতি নিচ্ছে। আমরা যদি আরেকটি সাকাসিয়া গণহত্যা দেখতে না চাই, তাহলে আমাদেরকে এখনি জেগে উঠতে হবে।