ইসলাম ইনসাইট

ইরানের বিরুদ্ধে যুদ্ধ বাধিয়ে যুক্তরাষ্ট্রকে জড়াতে চায় সন্ত্রাসী ইসরাইল

অস্ট্রেলিয়ার ডিকিন ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য রাজনীতি বিশ্লেষক শাহরাম আকবরজাদেহ আলজাজিরাকে বলেন, ইসরাইল এবং ইরান দুই পক্ষই এখন দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে মনে হচ্ছে। পাল্টা হামলার মাধ্যমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

তিনি বলেন, “ইরান এখন পর্যন্ত কেবল প্রতিক্রিয়াস্বরূপ হামলা চালিয়েছে, কিন্তু এইবার এটা স্পষ্ট যে ইরান আর চুপ থাকবে না।”

আকবরজাদেহ হুঁশিয়ার করে বলেন, এই পরিস্থিতি গোটা অঞ্চলের জন্য ভয়ঙ্কর মোড় নিতে পারে, কারণ এমন সম্ভাবনা রয়েছে যে এটি মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়বে এবং এতে যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়তে পারে।

তিনি বলেন, “ইরানের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানো নয়, কারণ সামরিক শক্তিতে তারা পিছিয়ে। তবে ইসরাইল ঠিক এটাই চাইছে যাতে সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তার অজুহাতে সরাসরি জড়িয়ে পড়ে।”

আকবরজাদেহ বলেন “নেতানিয়াহু চাচ্ছে যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে টেনে আনা হোক, যাতে শেষ পর্যন্ত ইরানে শাসনব্যবস্থার পতন (Regime Change) ঘটানো যায়”।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore