যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় জলাশয়ের ধারে অবস্থিত এক বারে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত আটজন। শনিবার রাতে সাউথপোর্টে নৌকা থেকে গুলি চালানো হয়।
স্থানীয় কর্মকর্তা চিয়ান কেচাম জানান, নৌকাটি আমেরিকান ফিস কোম্পানির সামনে থেমে গুলি চালায় বন্দুকধারী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো প্রকাশ হয়নি।
হামলার পর বন্দুকধারী ওক দ্বীপ হয়ে পালাতে চাইলে পুলিশ তাকে আটক করে।