ইহুদীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের দখলদারিত্ব বন্ধে বিশ্ব সম্প্রদায়কে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সংস্থাটির সদর দপ্তরে ওআইসি’র (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) পররাষ্ট্রমন্ত্রীদের এক বার্ষিক সমন্বয় বৈঠকে যোগ দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই আহ্বান জানান।
মো. তৌহিদ হোসেন ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব ও সহিংসতা বন্ধে জরুরি এবং কার্যকর ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানান। একই সাথে তিনি ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনের বিষয়টিও পুনর্ব্যক্ত করেন।