ইসরাইলের দখলদারিত্ব বন্ধে বিশ্বকে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ

ইহুদীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের দখলদারিত্ব বন্ধে বিশ্ব সম্প্রদায়কে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সংস্থাটির সদর দপ্তরে ওআইসি’র (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) পররাষ্ট্রমন্ত্রীদের এক বার্ষিক সমন্বয় বৈঠকে যোগ দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এই আহ্বান জানান।

মো. তৌহিদ হোসেন ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব ও সহিংসতা বন্ধে জরুরি এবং কার্যকর ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানান। একই সাথে তিনি ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনের বিষয়টিও পুনর্ব্যক্ত করেন।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore