কোরআন থেকে শিক্ষা

আল্লাহ তা’আলা বলেন:

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ

“হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও।”
(সূরা আত-তাওবা, আয়াত ১১৯)

এই আয়াতটি আমাদের জীবনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়: আল্লাহকে ভয় করার পাশাপাশি সৎ ও সত্যবাদী মানুষের সঙ্গ গ্রহণ করা। এটি আমাদের পরিবেশ ও সঙ্গী-সাথী নির্বাচনের গুরুত্বের ওপর জোর দেয়, কারণ আমাদের সঙ্গ আমাদের ঈমান ও আমলের ওপর সরাসরি প্রভাব ফেলে।

ইবনুল কাইয়িম (রহ.) এই আয়াতের ব্যাখ্যায় বলেন: ইবনুল কাইয়িম (রহ.) তাঁর ‘আল-ফাওয়াইদ’ (উপকারিতাসমূহ) গ্রন্থে এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, আল্লাহ তা’আলা এখানে কেবল সত্য বলার নির্দেশ দেননি, বরং সত্যবাদীদের সাথে থাকার নির্দেশ দিয়েছেন। কারণ, সঙ্গী-সাথীর প্রভাব খুবই শক্তিশালী। সত্যবাদীদের সাথে থাকলে মানুষের অন্তর সততা, একনিষ্ঠতা এবং আল্লাহর ভয় দ্বারা সিক্ত হয়।

একজন অসৎ ব্যক্তিও সৎ সঙ্গীর কারণে ভালোর দিকে ধাবিত হতে পারে, আর একজন সৎ ব্যক্তিও অসৎ সঙ্গীর কারণে পথভ্রষ্ট হতে পারে। তাই এই আয়াত মুমিনদেরকে নিরাপত্তা ও সফলতার পথ দেখায়।

এই আয়াত থেকে আমরা শিক্ষা পাই যে, আমাদের ঈমান ও নৈতিকতার সুরক্ষার জন্য সৎসঙ্গ অপরিহার্য। আল্লাহকে ভয় করে চলতে হলে আমাদের এমন পরিবেশে থাকতে হবে যেখানে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত। আমাদের উচিত এমন লোকদের সঙ্গী হওয়া যারা আমাদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় এবং নেক কাজে উৎসাহিত করে।

আমাদের করণীয়:

  • আমাদের বন্ধুমহল এবং ঘনিষ্ঠ সঙ্গী-সাথী নির্বাচনে সতর্ক হওয়া এবং সত্যবাদী, আল্লাহভীরু মানুষ নির্বাচন করা।
  • দ্বীনি শিক্ষা ও ভালো কাজের আলোচনা হয় এমন সভা বা মজলিসে নিয়মিত উপস্থিত থাকা।
  • কথা, কাজ এবং ব্যবহারে সব সময় সত্য ও আন্তরিকতার পরিচয় দেওয়া, যাতে অন্যরাও আমাদের সঙ্গ থেকে উপকৃত হতে পারে।

হে আল্লাহ, তুমি আমাদের তোমার ভয় দ্বারা পরিপূর্ণ করো এবং আমাদের সত্যবাদীদের সঙ্গী হওয়ার তৌফিক দাও। আমাদের কথা ও কাজে সত্যতা দান করো এবং মিথ্যা থেকে দূরে রাখো। আমিন।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore