ভারতে কানপুরের চকেরি এলাকায় নিউ ভিশন ইন্টার কলেজে অভিভাবক-শিক্ষক বৈঠকে যোগ দিতে গিয়েও প্রবেশাধিকার পেলেন না বোরকা পরা মুসলিম ছাত্রীরা।
অভিভাবক রেহানা জানান, স্কুল কর্তৃপক্ষ তাঁদের গেটের বাইরে বোরকা খুলতে বলে। আমরা অপেক্ষা করেও ভেতরে ঢুকতে পারিনি। শেষ পর্যন্ত বাড়ি ফিরতে হয়েছে।
ঘটনার পরেও স্কুল কর্তৃপক্ষ ক্ষমা না চেয়ে নিজেদের অবস্থানকে সমর্থন করে। অধ্যক্ষের দাবি, পরিচয় নিশ্চিত করতে মুখ খোলা রাখতে হবে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ও স্থানীয় এমএলএ হাসান রুমি হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। এই ঘটনার মধ্য দিয়ে মুসলিমদের প্রতি হিন্দুত্ববাদীদের অসহিষ্ণুতা আবারো প্রকাশ্যে এলো।