তুরস্কের জনপ্রিয় সংবাদমাধ্যম TRT World এর ফ্রিল্যান্স ফটোসাংবাদিক ইয়াহিয়া বারজাককে হত্যা করেছে সন্ত্রাসী ইসরাইল। গত বুধবার ডেইলি সাবাহর এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, দখলকৃত ফিলিস্তিনে টিআরটির ফ্রিল্যান্স ফটোসাংবাদিক ইয়াহিয়া বারজাককে হত্যা করেছে ইসরাইল। মঙ্গলবার ভোরে অবৈধ রাষ্ট্রটির এক বিমান হামলায় তিনি শাহাদাত বরণ করেন।
টিআরটির মহাপরিচালক প্রফেসর ড. মেহমেত জাহিদ সোবাচি বলেন,
আমরা গভীরভাবে শোকাহত। কেননা গাজ্জায় টিআরটির হয়ে কর্মরত আমাদের সহকর্মী ইয়াহিয়া বারজাক ইসরাইলের নৃশংস হামলায় শহীদ হয়েছেন। আল্লাহ তার উপর রহম করুন।