ফিলিস্তিনি অঞ্চলের ওপর নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ প্রশ্ন তুলেছেন যে, বিশ্বের বিভিন্ন দেশ কেন গাজার ওপর ইসরায়েলি সামরিক অবরোধ ভাঙার চেষ্টা করছে না, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও বেসামরিক নাগরিকদের জন্য কৃত্রিমভাবে দুর্ভিক্ষ তৈরির অভিযোগ রয়েছে।
যদি “বিশ্বের সাধারণ নাগরিকরা”, “ছোট এবং দুর্বলভাবে সজ্জিত নৌকা” নিয়ে একটি নৌবহর আকারে গাজা থেকে ৬০ নটিক্যাল মাইল (১১১ কিলোমিটার) দূরত্বের মধ্যে পৌঁছাতে পারে, তবে সুসজ্জিত নৌবাহিনী থাকা দেশগুলো আরও সহজে ইসরায়েলি অবরোধ ভাঙতে পারছে না কেন।
আলবানিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করেন, “রাষ্ট্রগুলো কেন তাদের নৌবাহিনী দিয়ে অবরোধ ভাঙছে না?”
তিনি বলেন, “এই কি সেই পৃথিবী, যেখানে আমরা বাস করি? না, আমরা তা মানি না।”
নিরাপাদে এগিয়ে যাও, ফ্লোটিলা