ইহুদিদের সঙ্গে চূড়ান্ত লড়াই এর পূর্বে কিয়ামত সংঘটিত হবে না

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন:
لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقَاتِلَ المُسْلِمُونَ اليَهُودَ، حَتَّى يَخْتَبِئَ اليَهُودِيُّ مِنْ وَرَاء الحَجَرِ وَالشَّجَرِ . فَيَقُولُ الحَجَرُ وَالشَّجَرُ : يَا مُسْلِمُ هَذَا يَهُودِيٌّ خَلْفِي تَعَالَ فَاقْتُلْهُ ؛ إِلاَّ الغَرْقَدَ فَإِنَّهُ مِنْ شَجَرِ اليَهُودِ». متفق عليه

’কিয়ামত সংঘটিত হবে না, যে পর্যন্ত মুসলিমরা ইহুদীদের বিরুদ্ধে যুদ্ধ না করবে। এমনকি ইহুদী পাথর ও গাছের আড়ালে আত্মগোপন করলে পাথর ও গাছ বলবে ’হে মুসলিম! আমার পিছনে ইহুদী রয়েছে। এসো, ওকে হত্যা কর।’ কিন্তু গারক্বাদ গাছ [এরূপ বলবে] না। কেননা এটা ইহুদীদের গাছ।
সহীহুল বুখারী ২৯২৬, মুসলিম ১৫৭, ২৯২২

এই হাদিসটি কেয়ামতের আগে সংঘটিতব্য আল-মালহামাতুল কুবরা (সর্বশ্রেষ্ঠ যুদ্ধ) সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী। হাদিসটি থেকে আমরা নিম্নোক্ত বিষয়গুলো জানতে পারি:

  • কেয়ামত আসার আগে একটি চূড়ান্ত সংঘাত হবে, যেখানে মুসলিমরা ইহুদীদের বিরুদ্ধে লড়াই করবে।
  • আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হবে, যেখানে জড়বস্তুও মুসলিমদের বিজয়ে সহায়তা করবে।
  • হাদিসে বিশেষভাবে গারক্বাদ (Gharqad) নামক এক প্রকার কাঁটাযুক্ত গাছের কথা উল্লেখ করা হয়েছে যা ইহুদীদের লুকিয়ে থাকতে সাহায্য করবে।
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore