সন্ত্রাসী ইসরাইলকে গাজায় বোমাবর্ষণ বন্ধের নির্দেশ ট্রাম্পের

গাজায় অবিলম্বে বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জিম্মিদের মুক্তি নিয়ে হামাস মার্কিন পরিকল্পনার কিছু শর্ত মানতে রাজি হওয়ার পরই স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প এ আহ্বান জানান।

হামাস ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার জবাব দিয়েছে। ট্রাম্প এখন নিজেকে সংকটের একমাত্র সমাধানকারী হিসেবে তুলে ধরেছেন। তিনি এক পোস্টে লেখেন, “ইসরাইলকে অবিলম্বে বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে জিম্মিদের দ্রুত ও নিরাপদে মুক্ত করা যায়।” তিনি জোর দেন যে, এটি দীর্ঘ প্রতীক্ষিত মধ্যপ্রাচ্যের শান্তির প্রশ্ন।

এদিকে, সন্ত্রাসী নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, হামাসের প্রতিক্রিয়ার পর তারা ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে জিম্মিদের মুক্তি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে।

ট্রাম্পের বার্তার পরও সন্ত্রাসী ইসরাইল গাজায় বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore