ভারতের পাহাড়ে সেনা ভরপুর, বাংলাদেশে ‘সেনা হটাও’ স্লোগান কেন?

ভারতের প্রতিটি পাহাড়ে সেনা টহল থাকলেও বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সেনা মোতায়েনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। কাশ্মীরে সাত লাখ সেনা, নাগাল্যান্ডে ৬০ বছর ধরে সেনা, আর অরুণাচল-লাদাখে সীমান্ত সুরক্ষায় অসংখ্য সেনাঘাঁটি রয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ভারত পাহাড়ে সেনা ছাড়া কিছুই কল্পনা করে না, অথচ বাংলাদেশে সেনা থাকলেই মানবাধিকার ইস্যু তোলে—এটা কূটনৈতিক দ্বিচারিতা।

১৯৯৭ সালের শান্তিচুক্তির পর সেনা ক্যাম্প কমলে ইউপিডিএফসহ নানা গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠে, বাড়ে চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকাণ্ড।

গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, এসবের পেছনে ভারতের প্রত্যক্ষ মদত রয়েছে। পাহাড়ি জনগণও বলছেন, সেনা উপস্থিতি থাকলেই তারা নিরাপদে কাজ ও পড়াশোনা করতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে পাহাড়ে স্থায়ী শান্তির জন্য সেনা উপস্থিতি অপরিহার্য।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore