ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ ব্যানার লাগানোর কারণে পাঁচ মুসলিম যুবক গ্রেফতার

ভারতে উত্তর প্রদেশের মাওয়ানায় “আই লাভ মুহাম্মাদ সাঃ” লেখা ব্যানার টাঙানোর কারণে পাঁচজন মুসলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের প্রধান চৌরাস্তা এলাকায় এ ব্যানার টাঙানো হয়। পরে শনিবার সকালে কিছু স্থানীয় উগ্র হিন্দুত্ববাদীদের উস্কানিতে পাঁচজন নিরপরাধ মুসলিমকে গ্রেফতার করে প্রশাসন।

নবীজি সাঃকে ভালোবাসার অপরাধে মুসলিমদের গ্রেফতার নিছক কোনো ঘটনা নয়। এটা সুপরিকল্পিত মুসলিম গণহত্যা চালানোর অন্যতম ধাপ। মুসলিমদেরকে দমিয়ে, তাদের শক্তি নিঃশেষ করে গণহত্যার দিকে এগোতে চায় উগ্র হিন্দুত্ববাদীরা। তাদের এই ষড়যন্ত্র মুসলিমরা সফল হতে দিবে না ইনশা আল্লাহ।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore