ইসলাম ইনসাইট

পূর্ব তেল আবিবে গাড়িচাপায় ইসরায়েলি নাগরিক আহত

পূর্ব তেল আবিবে গাড়িচাপায় ইসরায়েলি নাগরিক আহত
পূর্ব তেল আবিবে গাড়িচাপায় ইসরায়েলি নাগরিক আহত। ছবি : সংগৃহীত

পূর্ব তেল আবিবের বনি ব্রাক এলাকায় গাড়িচাপার ঘটনায় এক ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার এই ঘটনার পর পুলিশ হামলাকারীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে।

ইসরায়েলের হিব্রু দৈনিক ইয়োদিওত অহরোনোত জানিয়েছে, আহত ব্যক্তি ২১ বছর বয়সী এক ইসরায়েলি যুবক।

পুলিশের বক্তব্য, হামলাকারী একজন আরব-ইসরায়েলি, যিনি ইসরায়েলের মধ্যাঞ্চলের জিমের শহরের বাসিন্দা। তাঁর বয়স বিশের কোঠায়।

উল্লেখ্য, এমন সময় এই ঘটনা ঘটল, যখন ইসরায়েল গাজা উপত্যকায় শতাব্দির নির্মমতম গণহত্যা চালাচ্ছে। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এখন পর্যন্ত দেড় লাখের বেশি বেসামরিক ফিলিস্তিনি হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এ ছাড়া কয়েক হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। গাজায় ইসরায়েলের ভয়াবহ ধ্বংসযজ্ঞ, খাদ্য সংকট এবং চিকিৎসার অভাবে অসংখ্য শিশু ও বয়স্ক ব্যক্তিট প্রাণহানি ঘটছে।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore