সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধের পর থেকে বাশার আল আসাদের বাহিনীর হাতে ১৬১ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা একটি আন্তর্জাতিক সংস্থা এ তথ্য জানিয়েছে। একই সময়ে আসাদের প্রধান মিত্র রাশিয়ার বিমান হামলায় আরও ১৭ সাংবাদিক নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় এখনো সাংবাদিকদের জন্য কাজ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সাংবাদিকদের ওপর দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে, এমন অভিযোগও উঠেছে।
সম্প্রতি আসাদ সরকারের পতনের পর দুই নারী সাংবাদিককে মুক্তি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজন ২০২৪ সালের জুন থেকে বন্দি ছিলেন এবং অপরজন ২০০৯ সাল থেকে কারাবন্দি ছিলেন।
তবে, এখনো সিরিয়ার বিভিন্ন কারাগারে ২৩ জন সাংবাদিক বন্দি আছেন। আর ১০ জন নিখোঁজ রয়েছেন, যাঁদের মধ্যে সাতজনকে আসাদ বাহিনী অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। ফ্রান্স প্রেস এ তথ্য জানিয়েছে।
সূত্র : সিরিয়া টিভি