লেবাননে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েলি সেনাবাহিনী বুধবার ১২টি হামলা চালায়। এসব হামলায় পাঁচজন নিহত এবং একজন আহত হয়েছেন।
২৭ নভেম্বর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর গত ১৪ দিনে ইসরায়েল ২০৭ বার চুক্তি লঙ্ঘন করেছে। এতে এ পর্যন্ত ২৮ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।
বুধবারের হামলা বৈরুতসহ দক্ষিণ লেবাননের বেন্ট জবাইল, মারজাইউন, নাবাতিয়েহ এবং টাইর অঞ্চলে চালানো হয়। এসব এলাকায় ড্রোন হামলা, গোলাবর্ষণ এবং বাড়িঘর ধ্বংসের ঘটনা ঘটে।
ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত লেবাননে ৪,০৫৯ জন নিহত এবং ১৬,৬৫৫ জন আহত হয়েছেন। ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন ১৪ লাখ মানুষ।
সূত্র: আনাদোলু