ইসলাম ইনসাইট

গাজায় ইসরায়েলি আগ্রাসনে শহিদ সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৯৩

গাজায় ইসরায়েলি আগ্রাসনে শহিদ সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৯৩
গাজায় ইসরায়েলি আগ্রাসনে শহিদ সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৯৩। ছবি : আনাদোলু

গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনে শহিদ সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৯৩ জনে পৌঁছেছে। সর্বশেষ স্থানীয় চ্যানেল সওত আল-আকসার উপস্থাপক ইমান শানতি ইসরায়েলি হামলায় শহিদ হন। মঙ্গলবার গাজার একটি বাড়িতে তার পরিবারের ওপর চালানো হামলায় তিনি প্রাণ হারান।

ফিলিস্তিনি মিডিয়া ফোরাম এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফিলিস্তিনি জনগণের ওপর চালানো গণহত্যার সংবাদ করতে গিয়ে ইমান শানতি প্রাণ হারিয়েছেন।’ সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার কঠোর সমালোচনা করে সাংবাদিকদের সুরক্ষায় আন্তর্জাতিক আইন বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

গাজার সরকারি তথ্য অফিস এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েল পরিকল্পিতভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। এটি গুরুতর অপরাধ উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায় ও সংবাদমাধ্যম সংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ব্যবস্থা নেয়।

৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় ১ লাখ ৫১ হাজারের বেশি মানুষ হতাহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। নিখোঁজ রয়েছেন ১১ হাজারের বেশি মানুষ। খাদ্য সংকট ও দুর্ভিক্ষে শতাধিক শিশু ও বৃদ্ধের মৃত্যু হয়েছে।

ইসরায়েলের এই হামলাকে আধুনিক সময়ের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করা হচ্ছে। তবে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore