ইসলাম ইনসাইট

সোমালিয়া-ইথিওপিয়ার শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের উদ্যোগ

সোমালিয়া-ইথিওপিয়ার শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের উদ্যোগ
সোমালিয়া-ইথিওপিয়ার শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের উদ্যোগ। ছবি : আনাদোলু

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান জানিয়েছেন, সোমালিয়া ও ইথিওপিয়ার মধ্যে শান্তি ও সহযোগিতার ভিত্তিতে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। আঙ্কারায় বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আঙ্কারায় সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ ও ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের সঙ্গে বৈঠক শেষে এরদোগান বলেন, ‘ভুল বোঝাবুঝি দূর করে আমরা শান্তি ও সহযোগিতার ভিত্তিতে নতুন যাত্রা শুরু করেছি।’

তিনি জানান, আঙ্কারা প্রক্রিয়ার অধীনে দীর্ঘ ৮ মাসের আলোচনার পর এই ঐতিহাসিক ঘোষণা চূড়ান্ত করা হয়েছে। এরদোগানের মতে, এই উদ্যোগ আফ্রিকার ওই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে।

ইথিওপিয়ার সমুদ্রপথ ব্যবহারের প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশ একসঙ্গে কাজ করলে আঞ্চলিক উন্নয়ন ও শান্তি ত্বরান্বিত হবে। তবে ইথিওপিয়া ও সোমালিল্যান্ডের মধ্যে উপকূল ব্যবহারের চুক্তি নিয়ে বিরোধ থাকায় তিনি সমঝোতার ওপর গুরুত্বারোপ করেন।

এরদোগান বলেন, এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore