আফগানিস্তানের রাজধানী কাবুলে শরণার্থী বিষয়ক মন্ত্রণালয়ের মসজিদে সন্ত্রাসী হামলায় শহীদ হয়েছেন দেশটির শরণার্থী বিষয়ক মন্ত্রী হাজী খলিলুর রহমান হাক্কানি। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হামাসসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা।
গতকাল জোহরের নামাজের সময় মন্ত্রণালয়ের মসজিদে অজস্মাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই শহীদ হন হাজী খলিলুর রহমান হাক্কানি। এছাড়া হামলায় আরও কয়েকজন হতাহত হয়েছেন।
হামাস এক বিবৃতিতে এই হামলাকে ‘নিষ্ঠুর ও অমানবিক’ বলে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি নিহত মন্ত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছে।
কাতার, তুরস্ক, পাকিস্তান, ইরান ও তুর্কমেনিস্তান এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে নিন্দা জানিয়েছে। ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একে অমানবিক সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে।
জাতিসংঘের আফগানিস্তান মিশন (ইউএনএএমএ) এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে আফগানিস্তানে সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
হাজী খলিলুর রহমান হাক্কানি ছিলেন আফগানিস্তানের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা এবং শরণার্থীদের কল্যাণে নিবেদিত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার মৃত্যুতে দেশটির পুনর্গঠন প্রক্রিয়ায় বড় ধাক্কা লাগবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
দায়েশ (আইএস) এই হামলার দায় স্বীকার করলেও এর পেছনে আরও গভীর ষড়যন্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও আন্তর্জাতিক অঙ্গনের জন্য বড় হুমকির ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: হুররিয়াত রেডিও