সিরিয়ার পুনর্গঠনে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। তিনি বলেছেন, সিরিয়ার জনগণ তাদের দেশ পুনর্গঠনের যে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে, তুরস্ক তাতে সমর্থন দিয়ে যাবে। পাশাপাশি তিনি সিরিয়ার ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন।
বৃহস্পতিবার আঙ্কারায় হাঙ্গেরির প্রেসিডেন্ট তামাস শোলিয়কের সঙ্গে বৈঠকের সময় এই প্রতিশ্রুতি দেন এরদোগান। বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে তুরস্ক ও হাঙ্গেরির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এরদোগান বলেন, দুই দেশের দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও শক্তিশালী করতে কৌশলগত সহযোগিতার পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও ঐক্য বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তুরস্কের ইউরোপীয় ইউনিয়নে সদস্যপদ পুনরুজ্জীবনে হাঙ্গেরির সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এরদোগান। তুর্কি রাষ্ট্রগুলোর সংগঠনে পর্যবেক্ষক সদস্য হিসেবে হাঙ্গেরির ভূমিকারও প্রশংসা করেন তিনি।
সূত্র: আনাদোলু