ইসলাম ইনসাইট

মস্কোয় বিলাসবহুল জীবনে আসাদ পরিবার, মালিক ২০ অ্যাপার্টমেন্টের

মস্কোয় বিলাসবহুল জীবনে আসাদ পরিবার, মালিক ২০ অ্যাপার্টমেন্টের
মস্কোয় বিলাসবহুল জীবনে আসাদ পরিবার, মালিক ২০ অ্যাপার্টমেন্টের। ছবি : রয়টার্স

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পরিবার বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কোয় বিলাসবহুল জীবনযাপন করছে বলে তথ্য পাওয়া গেছে। সিরিয়া যখন চরম অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে ভুগছে, তখন আসাদ পরিবারের এমন জীবন আন্তর্জাতিক অঙ্গনে ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট-এর এক প্রতিবেদনে উঠে এসেছে, মস্কোর অভিজাত এলাকায় আসাদ পরিবারের অন্তত ২০টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। এসব অ্যাপার্টমেন্টের আনুমানিক মূল্য প্রায় ৪০ মিলিয়ন ডলার। আসাদ পরিবারের মোট সম্পত্তি দুই বিলিয়ন ডলারেরও বেশি বলে ধারণা করা হয়, যা বিভিন্ন ভুয়া কোম্পানি ও গোপন ব্যাংক অ্যাকাউন্টে রাখা হয়েছে।

বাশার আল আসাদ একসময় লন্ডনে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন। তার স্ত্রী আসমা আল আসাদের জন্ম ও বেড়ে ওঠা লন্ডনেই। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আসমার পশ্চিমা ধাঁচের জীবনযাপন আসাদ সরকারের একটি বড় প্রচারণার অংশ ছিল।

আসমা আল আসাদ বিলাসবহুল জীবনধারা ও স্টাইলিশ উপস্থিতির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আসাদ সরকারের জন্য সমর্থন আদায়ের চেষ্টা করেছেন। তবে তাঁর এই জীবনধারার আড়ালে যুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার ভয়ানক চিত্র চাপা পড়ে গেছে।

আসাদ দম্পতির তিন সন্তান—হাফিজ, জেইন ও করিম—বিভিন্ন ভাষা শেখার পাশাপাশি বিলাসী জীবনের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন। হাফিজ রুশ ভাষা, জেইন স্প্যানিশ এবং করিম চীনা ভাষা শেখার চেষ্টা করছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হাফিজ বর্তমানে মস্কোয় গণিত নিয়ে পড়াশোনা করছেন। এক বিবৃতিতে তিনি সিরিয়ার শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে ইন্ডিপেন্ডেন্ট বলছে, আসাদ শাসনের পতনের পরও হাফিজ এখনো শাসনভার গ্রহণের জন্য প্রস্তুত নন।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore