ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সদস্য হাইম হার জাহাভ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ডকে ‘পদ্ধতিগত যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দিয়েছেন। ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ–এর কাছে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান।
হার জাহাভ বলেন, ‘গাজায় যা ঘটছে, তা মেনে নেওয়া কঠিন। সেখানে ফিলিস্তিনিদের জীবন কুকুরের জীবন থেকেও কম মূল্যবান।’
তিনি অভিযোগ করেন, ফিলিস্তিনিদের ওপর গুলি চালানোর ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট বিধিনিষেধ নেই। যেকোনো ফিলিস্তিনিকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানো হচ্ছে।
‘হত্যা ও ধ্বংসযজ্ঞ চলছে সম্পূর্ণ অমার্জিতভাবে’ মন্তব্য করেন তিনি। হার জাহাভ আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড যুদ্ধের লক্ষ্য পূরণে কোনোভাবেই সহায়ক নয়।
সাক্ষাৎকারে তিনি জানান, যুদ্ধের ঘোষিত লক্ষ্য, যেমন বন্দীদের ফিরিয়ে আনা, এখন আর আলোচনার মধ্যে নেই।
তিনি বলেন, ‘এই যুদ্ধের বেশিরভাগ অংশ ধূসর ও জটিল। ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর যুদ্ধ শুরু করা যৌক্তিক মনে হলেও বাস্তবতা হলো— এটি কোনো পর্যায়েই ন্যায্য যুদ্ধ হিসেবে পরিচালিত হয়নি।’
রিজার্ভ সেনা গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকাণ্ডকে ‘সবচেয়ে অন্ধকারতম যুদ্ধ’ বলে বর্ণনা করেন। তার ভাষায়, ‘এই যুদ্ধের অংশ হিসেবে গুরুতর যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে।’
সূত্র : আল মায়াদিন