ইসলাম ইনসাইট

ইসরায়েলের হাতে পশ্চিম তীর থেকেই বন্দি ১২ হাজার ফিলিস্তিনি

ইসরায়েলের হাতে পশ্চিম তীর থেকেই বন্দি ১২ হাজার ফিলিস্তিনি
ইসরায়েলের হাতে পশ্চিম তীর থেকেই বন্দি ১২ হাজার ফিলিস্তিনি। ছবি : সংগৃহীত

গাজায় আগ্রাসন শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম থেকে ১২ হাজার ১০০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি সংগঠন প্রিজনারস ক্লাবের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য উঠে এসেছে।
গ্রেপ্তার হওয়া ফিলিস্তিনিদের মধ্যে ৪৪০ জন নারী এবং ৭৯৫ জন শিশু রয়েছে।

প্রিজনারস ক্লাব আরও জানিয়েছে, অধিকাংশ গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে জেরুজালেম ও হেব্রন অঞ্চলে। এ ছাড়াও ইসরায়েলি বাহিনী ১৪১ জন সাংবাদিককে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে ৫৯ জন এখনো কারাগারে রয়েছেন। গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের মধ্যে ৫ জন নারী এবং ৩৩ জন গাজার বাসিন্দা।

এই সময়ে ১০ হাজারের বেশি প্রশাসনিক আটকাদেশ জারি করা হয়েছে। সংগঠনটি বলছে, গ্রেপ্তারের সময় মারধর, হুমকি, এবং পরিবারের সদস্যদের জিম্মি করার মতো ঘটনাও ঘটেছে।

প্রিজনারস ক্লাবের অভিযোগ, ইসরায়েলি বাহিনী আটক ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। তাদের বাড়িঘর ও সম্পদ ধ্বংস করছে।

উল্লেখ্য, ইসরায়েলি কারাগারে মারা যাওয়া ৪৭ জন ফিলিস্তিনির মরদেহ এখনো ফেরত দেওয়া হয়নি।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore