গাজা উপত্যকায় আটক বন্দিদের মুক্তি নিয়ে আগামী মাসের মধ্যে চুক্তি হতে পারে বলে আশা করছে ইসরায়েল। ইসরায়েলি টিভি চ্যানেল ১২ জানিয়েছে, এই আলোচনা অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোচ্ছে। তবে, যেকোনো মুহূর্তে এটি ভেস্তে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুরএকটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই চুক্তি সম্পন্ন করার বিষয়ে তিনি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি দৃঢ়প্রতিজ্ঞ। তবে প্রধান মতবিরোধ রয়েছে চুক্তির আওতায় মুক্তি পাওয়া বন্দিদের সংখ্যা নিয়ে।
ইসরায়েলি পত্রিকা ইয়েদিয়োত আহরোনোত জানিয়েছে, আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, এই চুক্তির মাধ্যমে গাজায় আটক সব বন্দি নয়, বরং অজানা সংখ্যক বন্দি মুক্তি পাবে।
এদিকে মোসাদ ও শিন বেটের প্রধানরা মন্ত্রিসভাকে জানিয়েছেন, হামাস চুক্তি করতে আগ্রহী। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস বলেছেন, গাজায় আটক বন্দিদের মুক্তির জন্য চুক্তি করার বাস্তব সুযোগ তৈরি হয়েছে।
ইতিমধ্যে দ্রুত বন্দি বিনিময় চুক্তির দাবিতে হাজারো মানুষ ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন।
সূত্র : আল জাজিরা