ইসলাম ইনসাইট

গাজায় ইসরাইলি হামলায় ১৯ ফিলিস্তিনি শহিদ

গাজায় ইসরাইলি হামলায় ১৯ ফিলিস্তিনি শহিদ
গাজায় ইসরাইলি হামলায় ১৯ ফিলিস্তিনি শহিদ। ছবি : আনাদোলু

গাজায় রবিবার (১৫ ডিসেম্বর) ইসরাইলি বাহিনীর হামলায় ১৯ ফিলিস্তিনি শহিদ হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। শহিদদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, শেখ রিদওয়ান, নাফাক ও জেইতুন এলাকায় বিমান হামলায় আরুক, মাতার ও তোতোহ পরিবারের ১৫ সদস্য শহিদ হন। বেইত হানুনে গোলাবর্ষণে খলাফ পরিবারের চারজন প্রাণ হারান।

দেইর আল-বালাহ ও আন-নুসাইরাত শরণার্থী শিবিরে হামলায় আটজন আহত হয়েছেন। এদিকে রাফায় ট্যাঙ্ক হামলায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় ১ লাখ ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি হতাহত হয়েছেন।যাদের অধিকাংশই নারী ও শিশু। মানবাধিকার সংস্থাগুলো এ হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছে।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore