গাজায় ইসরায়েলের হামলায় শহীদ সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৫। রোববার গাজার সরকারি তথ্য অফিস জানিয়েছে, চলমান হামলার মধ্যে সর্বশেষ শহীদ হয়েছেন সাংবাদিক মোহাম্মদ জাবের কুরাইনাওয়ি। তিনি বেসরকারি সংবাদ সংস্থা ‘সান্দ’-এর সম্পাদক ছিলেন।
তথ্য অফিস জানিয়েছে, ‘গাজায় চলমান ইসরায়েলি হামলায় ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ১৯৫ জন সাংবাদিক শহীদ হয়েছেন।’
ইসরায়েলের এই হামলাকে গণহত্যা আখ্যা দিয়ে তথ্য অফিস বলেছে, ‘ইসরায়েলের এসব অপরাধের জন্য দেশটির পাশাপাশি তার মিত্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সসহ সহযোগী রাষ্ট্রগুলোকেও দায় নিতে হবে।’
তারা আন্তর্জাতিক সম্প্রদায় ও গণমাধ্যম সম্পর্কিত সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ‘ইসরায়েলের এসব অপরাধের নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং এই গণহত্যা বন্ধে চাপ সৃষ্টি করতে হবে।’
এর আগে শনিবার ফিলিস্তিনি মিডিয়া ফোরাম জানায়, ইসরায়েলি হামলায় লেবাননের টেলিভিশন চ্যানেল ‘আল-মাশহাদ’-এর গাজার প্রতিবেদক মোহাম্মদ বালুশা শহীদ হয়েছেন।
ফিলিস্তিনি মিডিয়া ফোরাম অভিযোগ করে বলেছে, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া অত্যন্ত দুঃখজনক।’
উল্লেখ্য ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত ১ লাখ ৫১ হাজারের বেশি ফিলিস্তিনি হতাহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া ১১ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ। এই হামলার ফলে সৃষ্ট ধ্বংসযজ্ঞ ও দুর্ভিক্ষে অসংখ্য শিশু ও বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।
সূত্র: TRT Arabic