গাজা উপত্যকার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় আল জাজিরার ফটো সাংবাদিক আহমেদ আল-লাউহ শহিদ হয়েছেন। রবিবার সিভিল ডিফেন্সের একটি স্থাপনায় হামলার ঘটনায় তিনি শহিদ হন। এ ঘটনায় পাঁচ সিভিল ডিফেন্স সদস্যও প্রাণ হারিয়েছেন।
আল-আওদা হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, নুসাইরাত বাজারে সিভিল ডিফেন্সের একটি টার্গেটে হামলার সময় আহমেদ আল-লাউহ শহিদ হন। গাজার শরণার্থী শিবিরগুলোতে ইসরায়েলি আগ্রাসনের চিত্র ধারণ করছিলেন তিনি। এর আগে ইসরায়েলি বিমান হামলায় তার বাড়ি ধ্বংস হয়ে যায়।
গাজার সরকারি তথ্য দপ্তর আহমেদ আল-লাউহ হত্যার ঘটনাকে নৃশংস অপরাধ হিসেবে উল্লেখ করে সাংবাদিক হত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি করেছে। এ ঘটনায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯৬।
হামাস এ ঘটনাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে বলেছে, এটি সাংবাদিকদের দমিয়ে দেওয়ার পরিকল্পিত ষড়যন্ত্র।
উল্লেখ্য জানুয়ারিতে খান ইউনুসে ইসরায়েলি হামলায় আল জাজিরার সাংবাদিক হামজা আল-দাহদুহ নিহত হন। এর আগে ডিসেম্বরে আল জাজিরার ফটো সাংবাদিক সামের আবু দাকাও হামলায় প্রাণ হারান। এ বছরের ফেব্রুয়ারিতে রাফার মিরাজ এলাকায় আরেক হামলায় মারাত্মক আহত হন আল জাজিরার সাংবাদিক ইসমাইল আবু ওমর ও ফটো সাংবাদিক আহমেদ মাতর।
সূত্র: আল জাজিরা