নতুন রিজার্ভ ডিভিশন গঠনের পরিকল্পনায় ব্যর্থ হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ১৫ হাজার সদস্য নিয়ে পাঁচটি ব্রিগেডের এই ডিভিশন গঠনের লক্ষ্য থাকলেও ৯ মাসের প্রচেষ্টায় মাত্র ৩ হাজার সদস্য নিয়োগ করা সম্ভব হয়েছে।
সোমবার এক টেলিভিশন ভাষণে ইসরায়েলের সেনাপ্রধান হেরৎসি হালেভি বলেন, ‘এই যুদ্ধ আমাদের শিখিয়েছে, কঠিন পরিস্থিতি এবং দীর্ঘমেয়াদি সংঘাত মোকাবিলায় সেনাবাহিনীকে আরও বড় এবং সক্ষম হতে হবে।’
নতুন এই ডিভিশনের নাম দেওয়া হয়েছে ‘ডেভিড’। এতে হালকা অস্ত্রধারী সেনারা থাকবে, যাদের কাছে ব্যক্তিগত অস্ত্র, মর্টার, রকেট লঞ্চার এবং স্নাইপার থাকবে। ড্রোন পরিচালনার জন্যও থাকবে বিশেষ দল। এই ডিভিশনের কাজ হবে দুই ধরনের—জর্ডান সীমান্ত রক্ষা এবং ভবিষ্যতে ৭ অক্টোবরের মতো ‘বিস্ফোরণমুখী পরিস্থিতি’ মোকাবিলা করা। সেদিন হামাস ইসরায়েলের ১১টি সামরিক ঘাঁটি ও ২২টি বসতিতে আক্রমণ চালায়। ইসরায়েলের জন্য ৭ অক্টোবর বড় ধাক্কা ছিল।
গাজায় ৭ অক্টোবর থেকে চলমান যুদ্ধ এবং ২৩ সেপ্টেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত লেবাননে পরিচালিত অভিযানের কারণে ইসরায়েলি সেনাবাহিনী মারাত্মক ক্লান্ত হয়ে পড়েছে। দেশটির ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে যুদ্ধ আর হয়নি।
ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত গাজায় ১ লাখ ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এদের অধিকাংশই শিশু ও নারী। নিখোঁজ রয়েছেন ১১ হাজারের বেশি মানুষ। অবরোধ ও খাদ্য সংকটে প্রাণ হারাচ্ছেন বহু শিশু ও বৃদ্ধ। ধ্বংসস্তূপে পরিণত গাজা এখন ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও তা উপেক্ষা করছে ইসরায়েল।
ফিলিস্তিনি জনগণের উপর নিপীড়ন অব্যাহত রেখে ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে এখনো সম্মতি দেয়নি ইসরায়েল।
সূত্র: আনাদোলু