ইসলাম ইনসাইট

সিরিয়া-আফগানিস্তানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পরাজয়: কার ক্ষতি বেশি ?

সিরিয়া-আফগানিস্তানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পরাজয়: কার ক্ষতি বেশি ?
সিরিয়া-আফগানিস্তানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পরাজয়: কার ক্ষতি বেশি ?। ছবি : আল জাজিরা

সিরিয়ার বাশার আল-আসাদের সরকারের সাম্প্রতিক পতন এবং তিন বছর আগে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখল—এই দুটি ঘটনার মধ্যে অদ্ভুত মিল খুঁজে পেয়েছেন মার্কিন গবেষকরা। উভয় ক্ষেত্রেই সরকারি বাহিনী আকস্মিকভাবে ভেঙে পড়ার ফলে পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে।

মার্কিন ম্যাগাজিন ফরেন পলিসি-তে প্রকাশিত একটি নিবন্ধে ‘ডিফেন্স প্রায়োরিটিজ সেন্টার’-এর গবেষক জিল বারেনডোলার ও ম্যাথিউ মাই এই দুটি ঘটনার বিশ্লেষণ করেছেন। তাদের মতে, সিরিয়া ও আফগানিস্তানে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সমর্থিত সরকারগুলোর পতন দুই দেশের জন্যই সামরিক এবং কৌশলগতভাবে বড় ধাক্কা। তবে এর ধরণ একেবারেই ভিন্ন।

সিরিয়ায় রাশিয়ার ক্ষতি

রাশিয়া দীর্ঘদিন ধরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করে আসছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI) এর তথ্য অনুযায়ী, ১৯৫০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সিরিয়ার ৯৪ শতাংশ অস্ত্র সরবরাহ করেছিল সোভিয়েত ইউনিয়ন।

তবে ২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে আসাদের বাহিনী ক্রমশ বিপুল পরিমাণ অস্ত্র হারায়। সাম্প্রতিক সময়ে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (HTS) আসাদের বাহিনীর বিপুল পরিমাণ অস্ত্রভাণ্ডার দখল করেছে।

বিশ্লেষকদের মতে, বিদ্রোহীদের হাতে এখন ১৫০টি ট্যাঙ্ক, ৭৫টি আর্টিলারি, ৬৯টি সাঁজোয়া যান এবং ৬৪টি মাল্টিপল রকেট লঞ্চার চলে গেছে। এছাড়া, হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জামও তাদের দখলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ক্ষতি

২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান দেশটির ক্ষমতা দখল করে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (পেন্টাগন) তথ্য অনুযায়ী, তালেবান প্রায় ৭ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম দখল করেছে।

পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে যুক্তরাষ্ট্র প্রায় ৪.১২ বিলিয়ন ডলারের সামরিক যান, ৯২৩.৩ মিলিয়ন ডলারের সামরিক বিমান এবং ৩ লক্ষ ছোট অস্ত্র রেখে গিয়েছিল। এছাড়া, ১৫ লক্ষ গোলাবারুদ, ৯৫২৪টি এয়ার-টু-গ্রাউন্ড মিসাইল এবং ৪০ হাজার সামরিক যানও তালেবানের দখলে চলে যায়।

তুলনামূলক বিশ্লেষণ

গবেষকদের মতে, রাশিয়ার ক্ষতি সরাসরি অস্ত্র হারানোর মধ্যে সীমাবদ্ধ। তবে যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে তাদের সমর্থিত সরকারের পতনের মাধ্যমে। সিরিয়ায় হারানো অস্ত্রের কিছু অংশ রাশিয়া পুনরুদ্ধার করতে পেরেছে। অন্যদিকে, আফগানিস্তানে তালেবানের হাতে পড়া মার্কিন সরঞ্জামগুলোর বেশিরভাগই দ্বিতীয় বা তৃতীয় সারির, যা উচ্চ প্রযুক্তির নয়।

বিশেষজ্ঞরা মনে করেন, সিরিয়া ও আফগানিস্তানের এই ঘটনাগুলো রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা এবং আন্তর্জাতিক মিত্রদের ওপর নির্ভরশীলতার দীর্ঘমেয়াদি ঝুঁকি নিয়ে বড় প্রশ্ন তুলেছে।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore