সিরিয়ার চলমান সংকটে ৪.৬ মিলিয়ন শিশু দুর্বিষহ অবস্থায় দিন কাটাচ্ছে। তাদের জরুরি ভিত্তিতে মৌলিক সেবা প্রয়োজন বলে জানিয়েছেন ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক এডওয়ার্ড বিগবিডার।
বুধবার ইদলিব প্রদেশের মাররাত আন-নোমান এলাকা পরিদর্শনের সময় এডওয়ার্ড বিগবিডার বলেন, ‘সিরিয়ার মানুষ নিজেদের এলাকায় ফিরতে চায়। তবে সেখানে এখনো মৌলিক সেবার অভাব রয়েছে।’
তিনি জানান, এটি গত ১৫ বছরে প্রথমবার জাতিসংঘের প্রতিনিধিদের আলেপ্পো থেকে ইদলিবে ফিরে আসার ঘটনা। সফর শেষে এডওয়ার্ড বিগবিডার বলেন, ‘সিরিয়ায় সফরকালে আমি মানবিক সংকটের ভয়াবহতা প্রত্যক্ষ করেছি। এটি অত্যন্ত উদ্বেগজনক।’
ইউনিসেফের তথ্য অনুযায়ী, বর্তমানে ৭.৫ মিলিয়ন সিরিয় শিশু মানবিক সহায়তার প্রয়োজনীয়তার মধ্যে রয়েছে। এর মধ্যে ৬.৪ মিলিয়ন শিশু সুরক্ষার জন্য জরুরি সেবা প্রয়োজন।
এডওয়ার্ড বিগবিডার সতর্ক করে বলেন, ২.৪ মিলিয়নের বেশি শিশু বিদ্যালয়ের বাইরে থাকায় শিশু শ্রম, বাল্যবিবাহ, মানব পাচার ও সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে।
১৩ বছরের বেশি সময় ধরে চলমান সংঘাতে সিরিয়া বিশ্বের অন্যতম জটিল মানবিক সংকটে পরিণত হয়েছে। এ সংঘাতে কয়েক লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে এবং ১৩ মিলিয়নেরও বেশি মানুষ নিজ বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
সূত্র: রয়টার্স