গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে মৌরিতানিয়ার রাজধানী নোয়াকশোটে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন শতাধিক মানুষ।
বৃহস্পতিবার সন্ধ্যার এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনি জনগণের ওপর চলমান হামলার প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের দাবি জানান।
আনাদোলু সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা হামাসের প্রয়াত নেতা ইয়াহিয়া সিনওয়ার ও ইসমাইল হানিয়ার ছবি, ফিলিস্তিনি ও মৌরিতানিয়ার পতাকা বহন করেন। তাঁরা ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের ভূমিকার কড়া সমালোচনা করেন।
বিক্ষোভের আয়োজন করে ‘মৌরিতানিয়ার ছাত্র উদ্যোগ’ নামের একটি সংগঠন। সংগঠনটির প্রধান আহমেদ তালিব বোনা বলেন, ‘গাজাবাসীর ওপর ইসরায়েলের নিষ্ঠুর গণহত্যার প্রতিবাদে এই বিক্ষোভ। যুক্তরাষ্ট্র ইসরায়েলি দখলদার বাহিনীকে সামরিক সহায়তা দেওয়ার মাধ্যমে এই হত্যাযজ্ঞে প্রত্যক্ষভাবে জড়িত।’
তিনি আরও বলেন, ‘মৌরিতানিয়ার জনগণ ফিলিস্তিনিদের পক্ষে রয়েছে। যত দিন গণহত্যা বন্ধ না হবে, আমরা প্রতিবাদ চালিয়ে যাব।’
৭ অক্টোবর ২০২৩ থেকে গাজায় ইসরায়েলি হামলার পর থেকে মৌরিতানিয়ায় ফিলিস্তিনের পক্ষে সংহতি কর্মসূচি চলছে। বিভিন্ন গোত্র মিলে প্রায় ১০ মিলিয়ন ডলার সহায়তা তুলে ফিলিস্তিনিদের সহায়তায় এক নজির স্থাপন করেছে।
গাজায় ইসরায়েলের হামলায় ১ লাখ ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি হতাহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ১১ হাজারেরও বেশি। ধ্বংসযজ্ঞ ও দুর্ভিক্ষে বহু শিশু ও বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।
অপরদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালত ২১ নভেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও ইসরায়েল তা উপেক্ষা করে গণহত্যা চালিয়ে যাচ্ছে।
সূত্র : আনাদোলো