পাকিস্তানি যুদ্ধবিমান গতকাল আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় পাকতিয়া প্রদেশের বর্মাল জেলায় চারটি এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এই হামলায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত এবং ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামলায় বেশ কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ইসলামি আমিরাতের উপ-মুখপাত্র মোল্লা হামদুল্লাহ ফতরাত এক বিবৃতিতে জানিয়েছেন, হামলায় নিহতদের বেশিরভাগই নিরীহ বেসামরিক নাগরিক। তিনি আরও জানান, ইসলামি আমিরাত এই হামলার ব্যাপারে কঠোর অবস্থান নেবে এবং প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য, এটি প্রথমবার নয় যে পাকিস্তানি বিমান আফগান ভূখণ্ডে হামলা চালিয়েছে। এর আগেও পাকতিয়া ও খোস্ত প্রদেশে এমন হামলা চালানো হয়েছিল। সেই সময় ইসলামি আমিরাত ডিউরান্ড রেখার বরাবর পাকিস্তানি সামরিক ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালিয়েছিল।
বিমান হামলার এই ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছে আফগানিস্তানের জনগণ।
সূত্র : হুররিয়াত রেডিও