ইসলাম ইনসাইট

মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না!!

 

১৯৯৪ সালে খুনি হাসিনার নেতৃত্বে দেশজুড়ে সরকারপতন আন্দোলন চলছিলো। সেসময় এই ডাইনী তার দলীয় নেতাকর্মীদের এক বিশেষ দায়িত্ব দেন। সেটা হলো তার ডাকা হরতাল না মেনে যে সচিব/উপসচিবরা অফিসে যান, তাদেরকে অপদস্থ করতে অফিস যাওয়ার পথে জামা-কাপড় খুলে ল্যাংটা করে দিতে হবে। ছবিতে বিস্তারিত পাবেন।

 

বাংলাদেশে এপর্যন্ত যত ফ্যাসিবাদী কর্মকাণ্ড হয়েছে, তার সিংহভাগই এই অভিশপ্ত দল ও তার প্রধান করেছে। এই যে বিরোধীপক্ষের মানুষদের জামা-কাপড় খুলে ফেলা, এটা হাসিনার দলের আবিষ্কার। বিরোধী দলের থাকা অবস্থায়, সরকারে থাকা অবস্থায় বার বার তার দলের লোকজন এই জঘন্য কাজ করেছে !!!

 

এরকম আরে শত শত নিকৃষ্ট কাজ করার পরেও আমরা দেখি একদল মানুষ তাদের সামান্য ভালো কাজকে এপ্রেশিয়েট করছে, মুজিবের মুক্তিযুদ্ধের অবদান নিয়ে ফেসবুকে গুনগান গাইছে!! (তথ্যসূত্রঃ আমার ফাঁসি চাই – মতিউর রহমান রেন্টু)।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore