ইসলাম ইনসাইট ডেস্কঃ
ইদানিং বাংলাদেশে আমরা একদল মুসলিমদের দেখতে পাচ্ছি, যারা ইসলামের সুমহান আদর্শের উপর অটল ও অবিচল থাকার চাইতে হিকমত অবলম্বনের নামে বিভিন্ন রকমের ইসলাম বিবর্জিত কাজে জড়িয়ে পড়ছে।
পরাজিত মানসিকতার এসব মুসলিমরা এখন ইসলামের নামে বিভিন্ন পশ্চিমা মূল্যবোধ গ্রহণ করছে। মূলত তাদের এসকল ভ্রান্ত কাজের বড় উদ্দেশ্যটি হলো – তথাকথিত ভারতীয় ও পশ্চিমা মোড়লদের কাছ থেকে নিজেদের গ্রহণযোগ্যতার সার্টিফিকেট অর্জন করা।
অথচ এ ব্যাপারে রাসূল (সা.) বলেছেন…
من أرضى الناس بسخط الله سخط الله عليه وأسخط عليه الناس
যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি ত্যাগ করে মানুষের সন্তুষ্টি কামনা করে, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন এবং মানুষও তার প্রতি অসন্তুষ্ট হয়। (সহীহ ইবনে হিব্বানঃ ভলিউম ১, হাদিস নং ২৭৬)
এই হাদিসটি আমাদের স্পষ্টভাবে শেখায় যে, মানুষের সন্তুষ্টির জন্য আল্লাহর আদেশকে অমান্য করা বড়ই ক্ষতিকারক।
পশ্চিমা সংস্কৃতির অনুসরণ ও হিন্দুত্ববাদের দোসরদের সন্তুষ্ট করার প্রচেষ্টার মাধ্যমে আমরা যে নিজেদের মুসলিম পরিচয়কেই হারিয়ে ফেলছি তা আর বলার অপেক্ষা রাখেনা।
আজকে যারা বিভিন্ন ভাবে প্রমাণ করতে চাইছে যে, তারা সংখ্যালঘু হিন্দুদের যথেষ্ট যত্ন নিচ্ছে এবং মন্দির ও পূজামণ্ডপ পাহারা দিতে গিয়ে মূর্তিপূজার শিরকি অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, তারা মূলত ইসলামের সুমহান আদর্শ, শিক্ষা ও বিশ্বাসকে অমুসলিমদের সামনে হাসির খোরাকে পরিণত করছে।
আস্থার সংকটে ভুগতে থাকা এসব বিভ্রান্ত মুসলিমরা বুঝতেই পারছে না যে, তাদের এসব ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড মূলত কাফির ও মুশরিকদেরই লাভবান করছে।
অথচ আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী ও রাসূল পাঠিয়েছেন তাদের একটিই মূল বার্তা ছিল, আর তা হল – শুধুমাত্র আল্লাহর ইবাদত করা এবং মানুষের মধ্যে প্রচলিত শিরকি মূর্তিপূজা ও মিথ্যা উপাসনার মূলোৎপাটন করার জন্য।
এই ব্যাপারে মহান আল্লাহ তায়ালা বলেন…
وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ
আমি প্রত্যেক জাতির মধ্যেই রাসূল প্রেরণ করেছি যে, যাতে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত কে পরিহার করো। (সূরা নাহল, আয়াত নং ৩৬)
আমাদের ভুলে গেলে চলবে না যে, আল্লাহ তায়ালা মুসলিমদের শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছেন।
কিন্তু সেই আমরাই যখন অমুসলিমদের সাথে নিজেদের তুলনা করতে থাকি এবং তাদের মতো হতে চাই, বস্তুত এতে করে আমরা নিজেদের শ্রেষ্ঠত্বের ব্যাপারটিকেই অস্বীকার করে বসি এবং হীনমন্যতায় ভুগতে থাকি।
অথচ আল্লাহ তায়ালা আমাদেরকে হীনমন্যতা থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়ে বলেন…
وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ
তোমরা হীনমন্য হয়ো না এবং দুঃখিত হয়ো না। যদি তোমরা ইমানদার হও, তবে তোমরাই বিজয়ী হবে। (সূরা আলে ইমরান, আয়াত নং ১৩৯)
এই আয়াত আমাদের বারবার মনে করিয়ে দেয় যে, আমাদের শক্তি ও বিজয় একমাত্র মহান আল্লাহর ওপরই নির্ভর করে, অন্য কোনো জাতি বা সংস্কৃতির উপর নয়।