আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ও নবী মুহাম্মদ (সা.)-এর প্রতি ঈমানের অনিবার্য দাবি হচ্ছে – ঐক্যবদ্ধ জীবনযাপন। ঐক্য ও সংহতি মুসলিম জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ।
এ সর্ম্পকে মহান রাব্বুল আলামিন ইরশাদ করেন,
‘হে মুমিনগণ! তোমারা আল্লাহর রজ্জুকে (ইসলাম) আঁকড়ে ধর (ঐক্যবদ্ধ হও) এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।
-সূরা আল ইমরান: ১০৩
ঐক্য এবং অনৈক্যের মধ্যে পার্থক্য
ঐক্য এমন একটি শক্তিশালী হাতিয়ার যেকোনো বিপদ-আপদে আপনি শত্রুর সাথে মোকাবেলা করে জয়ী হতে পারবেন।
অনৈক্য! যা কখনো আপনাকে বিজয়ের মুখ দেখাবে না পরাজয় ছাড়া।
ঐক্যের গুরুত্ব সর্ম্পকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআ’লা কোরআনে ইরশাদ করেন, ‘
তোমরা সেসব লোকদের মতো হয়ো না, যাদের কাছে স্পষ্ট ও প্রকাশ্য নিদর্শন আসার পরও তারা বিভিন্ন দল-উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং নানা ধরনের মতানৈক্য সৃষ্টি করেছে, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। (সূরা আল ইমরান: ১০৫)