ইসলাম ইনসাইট

যুবসমাজের নৈতিক অবক্ষয়ের মূল কারণ

 

যুব সমাজের নৈতিক অবক্ষয়ের মূল কারণ হলো তারা আল্লাহ এবং তাঁর রাসুল (স.) এর নির্দেশিত জীবনাদর্শ থেকে অনেক দূরে রয়েছে।  যখন তারা আল্লাহ ও তাঁর রাসুল (স.) এর নির্দেশিত জীবনাদর্শকে পরিপূর্ণ গ্রহণ করবে তখনই তারা সমাজের নৈতিক অবক্ষয় থেকে বেঁচে থাকতে পারবে।

 

আল্লাহ বলেন:

لَقَدۡ اَنۡزَلۡنَاۤ اٰیٰتٍ مُّبَیِّنٰتٍ  وَ اللّٰهُ یَهۡدِیۡ مَنۡ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۴۶﴾

 

আমি সুস্পষ্ট নিদর্শন অবতীর্ণ করেছি, আল্লাহ যাকে চান সরল সঠিক পথ প্রদর্শন করেন। (সুরা : আন-নূর-৪৬)

 

আল্লাহ আমাদের জন্য স্পষ্ট বিধান নাযিল করেছেন, রাসুল (স.) এর দেখানো পদ্ধতি অনুযায়ী আমরা যখন আল্লাহর বিধানের উপর পরিপূর্ণ আমল করব তখনই আমরা সফলতা লাভ করবো, এবং আমরা হকের উপর থাকবো।

 

নবী (সাঃ)-এর সকল কথা, সকল অবস্থাতে একজন মুসলিমের জন্য তাঁর অনুসরণ আবশ্যক; তা ইবাদত সম্পর্কিত হোক বা সমাজ সম্পর্কিত, জীবিকা সম্পর্কিত হোক বা রাজনীতি সম্পর্কিত, জীবনের সকল ক্ষেত্রে তাঁরই নির্দেশ পালন করা একান্ত কর্তব্য।

 

আর আল্লাহ তা‘আলা রাসুল (সা.) এর ব্যপারে বলেছেন:

 

لَّقَدۡ كَانَ لَكُمۡ فِي رَسُولِ ٱللَّهِ أُسۡوَةٌ حَسَنَةٞ

 

নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জীবনে রয়েছে উত্তম আদর্শ (সুরা: আহযাব-২১)

 

এবং সূরা হাশরের ৭নং আয়াতে আল্লাহ বলেছেন:

 

وَ مَاۤ اٰتٰىكُمُ الرَّسُوۡلُ فَخُذُوۡهُ ٭ وَ مَا نَهٰىكُمۡ عَنۡهُ فَانۡتَهُوۡا

 

রাসূল (সা.) তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্ৰহণ কর এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত থাক । (সূরা-হাশর: ৭)

 

এই আয়াতগুলো থেকে বুঝতে পারি রাসুল সা. আমাদেরকে যা নির্দেশ দিয়েছেন তা পালন করা আমাদের জন্য বাধ্যতামূলক। একজন ব্যাক্তি যখন পরিপূর্ণ রাসূল (সা.) এর আদর্শ অনুসরণ করবে তথন তার দ্বারাই সম্ভব হবে সমাজের নৈতিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করা।

 

যেমনটি রাসুল (সা.) বলেছেন:

تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا: كِتَابَ اللَّهِ وَسُنَّةَ رَسُولِهِ

 

আমি তোমাদের মধ্যে দু’টি জিনিস রেখে যাচ্ছি। যতক্ষণ তোমরা সে দু’টি জিনিস আঁকড়ে ধরে থাকবে, ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না।  আল্লাহর কিতাব ও তাঁর রসূলের হাদীস। (মুয়াত্ত্বা মালিক: ১৮৬-[৪৭])

 

তাই একজন আদর্শ মুসলিমের জীবনের প্রতিটি সময়েই রাসুলের জীবনাদর্শ মেনে চলাই তার আসল মুক্তি, এবং একটি সভ্য সমাজ বিনির্মাণ করতে পারবে।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore