নির্মম হত্যার শিকার মো. সোহাগকে ঘিরে ভারতের “ইন্ডিয়া টুডে” যে মিথ্যাচার চালিয়েছে, তা শুধুই সংবাদ বিকৃতি নয় এটি একটি পরিকল্পিত মনস্তাত্ত্বিক যুদ্ধ। সোহাগ ছিলেন ঢাকার একজন মুসলিম ভাঙারি ব্যবসায়ী, যিনি ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে নির্মমভাবে খুন হন। কিন্তু বিজেপির দালালমাধ্যম “ইন্ডিয়া টুডে” তাকে “হিন্দু ব্যবসায়ী” বানিয়ে এই হত্যাকে “সংখ্যালঘু নির্যাতন” হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা চালাচ্ছে।
অবাক করার বিষয় হলো, সোহাগের খুনে জড়িতদের মধ্যে অপু দাস নামে একজন হিন্দু সন্ত্রাসীর নামও উঠে এসেছে। অথচ ভারতীয় মিডিয়া এই সত্য গোপন রেখে, উল্টো পুরোনো হিন্দু বিক্ষোভের ছবি সংযুক্ত করে এমনভাবে খবর তৈরি করেছে যেন বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের হত্যা করছে!
বাংলাদেশে হিন্দু নির্যাতনের মিথ গড়ে তোলার এই অপপ্রচারের বিরুদ্ধে এখনই সোচ্চার হতে হবে। কারণ হিন্দুত্ববাদী শক্তিকে বাংলাদেশবিরোধী চক্রান্তে সফল হতে দেওয়া যাবে না।