ইসলাম ইনসাইট

মধ্যপ্রাচ্যে কতটি মার্কিন সেনা ঘাঁটি আছে? তাদের সৈন্য সংখ্যা কত ?

 

গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে শক্ত অবস্থান গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে এই অঞ্চলের অন্তত ১৯টি স্থানে স্থায়ী ও অস্থায়ী ঘাঁটি রয়েছে, যেখানে ৪০ হাজার থেকে ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

Council on Foreign Relations-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এসব সামরিক ঘাঁটি স্থাপন করা হয়েছে বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত-সহ বিভিন্ন দেশে।

সবচেয়ে বড় ঘাঁটিগুলো রয়েছে কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে। স্থায়ী ঘাঁটিগুলোর বাইরে রয়েছে ছোট ছোট ফোয়ার্ড সাইট, যেগুলো জরুরি পরিস্থিতিতে অভিযান চালাতে প্রস্তুত থাকে।

বিভিন্ন ঘাঁটির সেনা সংখ্যা

+ সিরিয়া: ২,০০০
+ ইরাক: ২,৫০০
+ কুয়েত: ১৩,৫০০
+ জর্ডান: ৩,৮১৩
+ সৌদি আরব: ২,৭০০
+ বাহরাইন: ৯,০০০
+ সংযুক্ত আরব আমিরাত: ৩,৫০০

এই ঘাঁটিগুলো বিমান ও নৌ অভিযান, সামরিক সরঞ্জাম সরবরাহ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সামরিক আঘাতের জন্য প্রস্তুতির কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় সেইসঙ্গে বড় কোনো সংঘর্ষ শুরু হলে এসব ঘাঁটিতে সেনা সংখ্যা কয়েক গুণ বাড়ানো হয়।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore