ইসলাম ইনসাইট

তথাকথিত ভালবাসাঃ যুবকদের নৈতিক অবক্ষয়ের অন্যতম কারণ

আল্লাহ তায়ালা বলেন,

وَ لَا تَقۡرَبُوا الزِّنٰۤی اِنَّهٗ كَانَ فَاحِشَۃً ؕ وَ سَآءَ سَبِیۡلًا ﴿۳۲﴾

 

তোমরা যিনার ধারে কাছেও যেয়ো না: কারণ এটি একটি লজ্জাজনক ও নিকৃষ্ট কর্ম, যা অন্যান্য নিকৃষ্ট কর্মের পথ খুলে দেয়। [সূরা ইসরা আয়াত ৩২]

 

অঙ্গের সাথে সম্পর্কিত যিনার ব্যাপারে হাদিস, আবূ হুরায়রা (রা.) সুত্রে মুহাম্মাদ (সাঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ

 

“‏ كُتِبَ عَلَى ابْنِ آدَمَ نَصِيبُهُ مِنَ الزِّنَى مُدْرِكٌ ذَلِكَ لاَ مَحَالَةَ فَالْعَيْنَانِ زِنَاهُمَا النَّظَرُ وَالأُذُنَانِ زِنَاهُمَا الاِسْتِمَاعُ وَاللِّسَانُ زِنَاهُ الْكَلاَمُ وَالْيَدُ زِنَاهَا الْبَطْشُ وَالرِّجْلُ زِنَاهَا الْخُطَا وَالْقَلْبُ يَهْوَى وَيَتَمَنَّى وَيُصَدِّقُ ذَلِكَ الْفَرْجُ وَيُكَذِّبُهُ ‏”

 

আদম সন্তানের উপর যিনার যে অংশ লিপিবদ্ধ আছে তা অবশ্যই সে প্রাপ্ত হবে। দু-চোখের যিনা হল (নিষিদ্ধ যৌনতার প্রতি) দৃষ্টিপাত করা, দু’কানের যিনা হল শ্রবণ করা,  জবানের যিনা হল কথোপকথন করা, হাতের যিনা হল স্পর্শ করা, পায়ের যিনা হল হেঁটে যাওয়া, অন্তরের যিনা হচ্ছে আকাঙ্ক্ষা ও কামনা করা। আর যৌনাঙ্গ অবশেষে তা বাস্তবায়িত করে অথবা মিথ্যা প্রতিপন্ন করে। [সহীহ মুসলিম :৬৫১৩]

 

সমাজে ভালবাসার নামে অশ্লীলতা ছড়িয়ে অসংখ্য যুবকরা আজ যিনায় লিপ্ত। যিনার সজ্ঞা আসলে কী- বিবাহ বহির্ভূত নারী পুরুষের যে সম্পর্ক সেটিই যিনা। আমাদের পৃথিবীতে আজ অহরহ যুবক যুবতীরা বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত।

 

যিনার ব্যাপকতা যেকারণে সহজলভ্য হলোঃ

১/ দ্বীন সম্পর্কে জ্ঞান না থাকা।

২/ শিক্ষা ব্যবস্থায় ফ্রি মিক্সিং। ছেলে-মেয়ে একসাথে পাঠদান।

৩/ ছবি-সিনেমায় যিনার প্রচার।

৪/বিজ্ঞাপনে যিনার প্রচার।

৫/নারীরা পর্দায় না থাকা।

৬/পুরুষেরা চোখের হেফাজত না করা

৭/নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা।

৮/অভিভাবকের ছেলে-মেয়েদের প্রতি দায়ীত্বহীনতা।

৯/যিনাকারীদের ইসলামী আইন অনুযায়ী শাস্তি না দেওয়ায় যিনার হার বৃদ্ধি পাওয়া।

১০/অপ্রাপ্তবয়স্কদের  মোবাইলের ব্যবহার।

১১/পতিতালয়ের সহজলভ্যতা।

১২/বিবাহকে কঠিন করে ফেলা।

১৩/পর্নগ্রাফির প্রভাব।

১৪/অসৎ সঙ্গী-সাথী।

১৫/পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন।

 

এসব সমস্যার কারন হল পশ্চিমা সংস্কৃতি।  আমাদের যুবকরা আজ এই সমাজ ব্যবস্থার কারনে বিবাহ বহির্ভূত অনেক অপকর্মে জড়িত। বিবাহ করতে গেলে বিপুল পরিমান অর্থ থাকতে হয় অথচ যিনা করতে গেলে এত টাকা লাগে না। এই অসুস্থ সংস্কৃতির কারনে যিনা সহজ, বিবাহ কঠিন।

 

ইসলামী সমাজ ব্যবস্থায় বিবাহ কত সহজ ছিল, যেখানে আগে মানুষেরা যিনা করলে অবাক হত,  আজ মানুষেরা বিয়ে করলে অবাক হয়।

 

এই অসুস্থ সমাজ ব্যবস্থার উত্তরনের জন্য একমাত্র ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া উত্তরন সম্ভব নয়। যে সমাজে যিনা সহজ করা হয়েছে সে সমাজে যুবকরা কীভাবে দ্বীনের উপর ঠিকে থাকবে?

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore