ইউরোপের আরেক দেশ সান মারিনো ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে এ ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুকা বেক্কারি।
তিনি বলেন, জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী নিরাপদ ও স্বীকৃত সীমান্তের ভেতরে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার।
সম্প্রতি যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগালসহ একাধিক পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এর পর ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, এন্ডোরা ও মোনাকোও একই ঘোষণা দেয়। আন্তর্জাতিক স্বীকৃতির এ ধারায় নতুন সংযোজন হলো সান মারিনো।